ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

পটুয়াখালীতে নিখোঁজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৮:৫২ পিএম
যে স্থানে মরদেহ পাওয়া গেছে। ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৪দিন পর মো. ইব্রাহিম খলিল (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। 

শনিবার (৩ মে) সকালে ওই গ্রামের শহিদ ডাক্তার বাড়ির পাশে একটি খড়ের গাদার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের বাসিন্দা হাচন গাজীর ছেলে মো. ইব্রাহিম খলিল গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়। এরপর থেকেই তার কোনো হদিস পাওয়া যাচ্ছিলোনা।

রহস্যজনক মৃত্যুর শিকার মো. ইব্রাহিম খলিল দুই সন্তানের জনক।

দশম শ্রেণীর এক শিক্ষার্থী লাশটি প্রথম দেখতে পান। পরর্তীতে, স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এবিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।