বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নওগাঁর বদলগাছী থানার ওসি মো. শাহজাহান আলী (৫০) ও এএসআই মেহেদী হাসান (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে। কাহালু থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার শেষ রাতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী ও এএসআই মেহেদী হাসান বদলগাছী থেকে একটি প্রাইভেটকারে চড়ে বগুড়া শহরে আসার পথে সান্তাহার অভিমুখী একটি বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে, প্রাইভেটকারের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় অফিসার ইনচার্জ ওই দুইজন আহত হন। সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।