ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

৪ ঘণ্টা পর নিভল পল্টন বাণিজ্যিক ভবনের আগুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ার নামের বাণিজ্যিক বহুতল ভবনের আগুন রাত ১২টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে সাব্বির টাওয়ারের ১১ তলার ছাদে একটি গোদামে আগুন লাগে। তবে রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। 

পল্টন থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, সাব্বির টাওয়ার একটি বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে। তবে ওপরে বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে। জানা গেছে, ১১ তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে কাজ করছে পুলিশ।