ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ শাখা।
আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামে লুতু মিয়ার ছেলে সাব্বির মিয়া (২৭) একই গ্রামের মুখলেছ আহাম্মেদের ছেলে মামুন আহাম্মেদ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সহকারী পরিচালক কাউসারুল হাসান রনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় অবস্থান নেই। ওই সময় একটি পিকআপ গাড়ি যাচ্ছিল। সন্দেহ হলে গাড়ির গতিরোধ করে তল্লাশি চালাই।
এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা পাই এবং তাদের দুজনকেই আটক করি। এ ছাড়া একটি গাড়ি জব্দ করি। মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযান চলছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :