ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

বৈশাখেও শীতের কাঁপুনি 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৩২ পিএম
ঘন কুয়াশায় ঢেকে গেছে পাবনা জেলা। ছবি- রূপালী বাংলাদেশ

বৈশাখের খরতাপ, খরখরে রোদ আর তাপদাহের মাঝেও হঠাৎ যেন পৌষের শীত এসে ঢুকে পড়েছে পাবনার ভাঙ্গুড়ায়। বৈশাখের শেষ প্রান্তে এসে আবহাওয়া যেন খেয়ালখুশিমতো ছন্দ বদলেছে। ঘন কুয়াশা, শিশির ভেজা ধানগাছ, কাঁপা-কাঁপা ঠান্ডা বাতাস সব মিলিয়ে বৈশাখেই মিলছে পৌষের আমেজ। 

বুধবার (০৮ মে) সকাল সাড়ে ৬টার দিকেও দেখা নেই সূর্যের। উপজেলার আকাশ ঢেকে আছে ধূসর কুয়াশায়।  

গত কয়েকদিন দুপুরের দিকে তাপমাত্রা বেশ উষ্ণ থাকছে আবার বিকেল থেকে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে। সব মিলিয়ে বিরূপ এক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। 

কুয়াশামাখা বৈশাখের সকালে প্রাতঃভ্রমণে আসা এবং কাজে বের হওয়া অনেকেই বলছেন, এ অসময়ে এ ধরনের কুয়াশা একটি ব্যতিক্রমী ঘটনা। সাধারণত শীতে এমন কুয়াশা দেখা যায়। বৈশাখ মাসের শেষদিকে এমন ঘনকুয়াশা পড়তে ইতোপূর্বে দেখেননি অনেকেই। এটাকে প্রকৃতির বৈচিত্রতা বলেও মন্তব্য করছেন অনেকে।
 
এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, সাধারণত বড় বৃষ্টির পরে মাঝে মধ্যে কুয়াশার দেখা মেলে। বৃষ্টির পরে রোদ হওয়ায় জলীয় বাস্পের জন্য কুয়াশা দেখা যাচ্ছে। এটি স্বাভাবিক একটি অবস্থা।