চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে উড়িয়ে প্রথমবারের মতো শিরোপার স্বপ্নে ফাইনালে উঠল পিএসজি।
বুধবার (৭ মে) দিবাগত রাতে সেমিফাইনালের ইংলিশ ক্লাবটিকে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠেছে লা পারিসিয়েন্সরা।।
শুরু থেকে পিএসজিকে চেপে ধরে আর্সেনাল, সাত মিনিটের মধ্যে গানার্সদের তিন আক্রমণের দুটি ঠেকিয়ে দেন জিয়ানলুইজি ডন্নোরুমা। কাউন্টার অ্যাটাকে ১৬ মিনিটে কাভিচা ভারাসকেলিয়া আর্সেনালের বারে বল মারেন, এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় পিএসজির।
২৭ ম্যাচে আরও এগিয়ে যায় পিএসজি। ফ্রী কিক থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে পাওয়া বলে ফ্যাবিয়ান রুইজের বুলেট গতির শট ঠেকানোর সুযোগ ছিল না ডেভিড রায়ার। ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। পরের মিনিটে ব্রাডলি বারকোলা নিশ্চিত গোলের আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
প্রথমার্ধের শেষের দিকের কিছুটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ করেছে পিএসজি। আর্সেনাল আরও কিছু আক্রমণ করলেও সেমিফাইনালে তখনও গোলের দেখা পায়নি। পরে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
বিরতি থেকে ফেরার পর আরও আক্রমণ বাড়াতে থাকে আর্সেনাল। ডন্নোরুমার দৃঢ়তায় ৬৩ বেঁচে যায় পিএসজি। কাউন্টার অ্যাটাকে আর্সেনালকে বাঁচান রায়া। তবে লুইস স্কেলির হাতে বল লাগায় ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। গোল করে পিএসজিকে ২-০তে এগিয়ে নিতে পারেননি ভিতিনহা, পেনাল্টি ঠেকিয়ে দেন রায়া।
৭২ মিনিটে আর্সেনালকে ম্যাচ থেকে আরও দূরে পাঠান আসরাফ হাকিমি। তার গোলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২-০। আর্সেনালের কাঙ্খিত গোল আসে ৭৫ মিনিটে। গোল করে ব্যবধান ২-১ করেন বুকায়ো সাকা। ৮০ মিনিটে ম্যাচে সমতার গোল আনতে পারেননি সাকা, ফাঁকা বার পেয়ে বল উপর দিয়ে মারেন তিনি। পরে ওই ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছায় পিএসজি।
এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে গানার্সরা পিছিয়ে ছিল ১-০ গোলে। পিএসজির উসমান দেম্বেলের করা গোল ইংল্যান্ডে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল।