চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া গুলিভর্তি সরকারি পিস্তল ৫ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই চোরের ছবি শনাক্ত করা গেলেও এখনো তারা ধরাছোঁয়ার বাইরে।
গত ৫ মে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার তালা ভেঙে দুটি ম্যাগজিনসহ গুলিভর্তি সরকারি পিস্তল নিয়ে যায় চোর। তার বাসাটি থানা থেকে মাত্র ১শ গজের মধ্যেই অবস্থিত।
এদিকে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মুখে দাড়ি, পাঞ্জাবি পরা এবং চেক শার্ট পরা দুই যুবক ফরিদগঞ্জ বাজারের পশ্চিম মাথায় থানার সামনের সড়ক দিয়ে ডাকবাংলোর দিকে যায়। তার একটু আগে মূল সড়কের পাশে এবং থানা থেকে মাত্র ১শ গজের মধ্যে চারতলা বাড়িতে প্রবেশ করে তারা। পরে কয়েক মিনিটের মাথায় একই সড়ক ধরে বাজারের দিকে চলে যায়।
সূত্র জানায়, আগে থেকেই হয়তো ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে জানাশোনা ছিল যুবকদের। এই কারণে বাসায় তার অনুপস্থিতি নিশ্চিত হয়ে পিস্তল, গুলি ও কথিত নগদ টাকা নেওয়ার মতো এমন দুঃসাহসিক ঘটনা ঘটে। সংগ্রহ করা ছবির ওই দুই যুবকের পরিচয় কেবল পুলিশ কর্মকর্তা রকিব উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করতে পারেন।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, ঘটনায় মাঠে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ থেকে দুজনকে চিহ্নিত করা হয়েছে। এদেরকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়া দাবি করেন, চোরের দল বাসায় থাকা ব্রিফকেস ভেঙে পিস্তল, ১৬ রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগজিন এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে ফরিদগঞ্জ থানার আরও কয়েকজন পুলিশ সদস্য ভাড়া থাকেন।
সরকারি পিস্তল চুরির ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। এই ঘটনা জানাজানি হলে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
আপনার মতামত লিখুন :