ময়মনসিংহের উপজেলায় এক বৃদ্ধকে হেনস্তা করে জোরপূর্বক চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকেলে আসামিদের ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তানজিনা ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলার কাশিগঞ্জ এলাকার বাসিন্দা মজনু মিয়া (৪৭) এবং মো. সুজন মিয়া (৩০)। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ও রাতে ময়মনসিংহ নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, ‘ঘটনার পরদিন শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।’
ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ ফকির অভিযোগ করে বলেন, ‘ঘটনার দিন আমি বাজারে গেলে কয়েকজন আমাকে জোর করে ধরে চুল ও দাড়ি কেটে দেয়। বাজারে তখন লোকজন কম ছিল, আমি চেষ্টা করেও বাঁচতে পারিনি। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, এখন থানায় অভিযোগ করেছি। দেখি প্রশাসন কী করে।’
তিনি আরও বলেন, ‘চুল ও দাড়ি কাটার সময় বাইরের ২ জনসহ মোট ৮-৯ জন ছিল। তাদের মধ্যে এলাকার নয়ন এবং মজনু ছিল, যারা এখনো এলাকায় অবস্থান করছে এবং আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। আমার মান-ইজ্জত তারা নষ্ট করেছে, আমি বিচার চাই।’
আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে তারাকান্দা থানা পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত রিমান্ড শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন