নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় শাহাদাত (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) রাত ১১টায় শহরের জিমখানা এলাকার নারায়ণগঞ্জ সিটি পার্কের (সাবেক রাসেল পার্ক) ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত শহরের নতুন জিমখানা এলাকার ৩নম্বর গলির মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। আটক দু’জন হলেন- ফাহিম ও ভেলকি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, ‘রাতে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে শাহাদাতকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়। নিহত শাহাদাত একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দু’জনকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’