ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

কবরস্থান কমিটি নিয়ে দ্বন্দ্ব, সভাপতি পদে ভোট

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:২৯ পিএম
ছবি-সংগৃহীত

পাবনার চাটমোহরে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এই নির্বাচনের জন্য গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে তপশিলও। 

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক)-তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। 

স্থানীয়রা আরও জানান, ওই এলাকার বিএনপির নেতারা সভাপতির পদ পেতে মরিয়া হয়ে ওঠেন। সভাপতি পদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী থানার ওসির কাছে দাবি জানান ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের। 

পরে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর ঘোষণা করা হয় তপশিল। বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক)-তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে এরই মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

মোট ৮০০ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন করবেন। আগামী শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থানসংলগ্ন ঈদগাহ ময়দানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের প্রধান আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন, জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনা কমিটি গঠনে সভাপতি পদ নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। পরে বেশ কয়েকজন সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেন এবং প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আমরা চাটমোহর থানার ওসির শরণাপন্ন হই। তিনি নির্বাচনের পরামর্শ দেন। অতঃপর আমাকে নির্বাচন কমিশনের প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়।

তিনি আরও বলেন, নির্বাচনী তপশিল ঘোষণা করার পর সভাপতি পদের জন্য ৩০ হাজার টাকা জমা দিয়ে দু’জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করার পর দাখিলও করেছেন। বাছাই শেষে তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থী দু’জন হলেন- আব্দুল কুদ্দুস (ছাতা) ও শরিফুল ইসলাম (চেয়ার)। মনোনয়নপত্র বিক্রি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকায় নির্বাচন পরিচালনা করা হবে।