বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বিদেশ থেকে ফেরত এনে ধর্ষণের অভিযোগে ফজলুল হক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফজলুল ধুনটের বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও অভিযোগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্ষণের শিকার নারী (৩৩) জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডানে যান। সেখানে অবস্থানকালে মোবাইল ফোনে ফজলুল হকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফজলুল ওই নারীর কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেন এবং দেশে ফেরানোর পর ধর্ষণের অভিযোগ ওঠে।
ধুনট থানা পুলিশের ওসি সাইদুল আলম জানান, ‘বিদেশ ফেরত এক নারীর ধর্ষণ মামলায় ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে।’