পাবনার আটঘরিয়ায় কলেজ ম্যানেজিং কমিটির নির্বাচনি মনোনয়নপত্র তোলা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে উভয় দলের কার্যালয় এবং ৮০টির বেশি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে রাত পর্যন্ত আটঘরিয়ার দেবোত্তর এলাকায় টানা উত্তেজনা বিরাজ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র তোলার শেষদিন। এদিন দুপুরে বিএনপি সমর্থিত তিনজন প্রার্থী মনোনয়নপত্র তুললেও কিছুক্ষণ পর জামায়াত সমর্থকদের মনোনয়নপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধস্তাধস্তি এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বিকেলে জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেবোত্তর বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এতে অর্ধশতাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৭টার দিকে বিএনপির কয়েকশ কর্মী পাল্টা মিছিল বের করে জামায়াত কার্যালয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। প্রায় তিন ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। সংঘর্ষে উভয় দলের অন্তত ৩০ জন আহত হন।
আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান জানান, ‘দেবোত্তর কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রথমে জামায়াত কর্মীরা বিএনপির অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর শুরু হয় সংঘর্ষ। পরে বিএনপি কর্মীরা জামায়াত অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, ‘জামায়াত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, বিএনপির অফিসসহ ৮০-৯০টি মোটরসাইকেল ভাঙচুর করে। আমাদের অনেক কর্মী গুরুতর আহত হয়েছেন।’
অন্যদিকে জামায়াতপন্থি সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘নির্বাচনি ফরম না দেওয়া ও কর্মীদের মারধরের প্রতিবাদে স্থানীয় মুসল্লিরা শান্তিপূর্ণ মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইদুলসহ অন্তত ২০ জন আহত হন।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলার প্রস্তুতির কথা জানায়নি। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।