ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ১০:১৮ পিএম
গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পানিতে ডুবে তামিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে উপজেলায় ভাউমান টালাবহ এলাকা এ ঘটনা ঘটে।

তামিম হোসেন ভাউমান গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের একটি  খালে পড়ে যায়। 

অনেক খোঁজাখুঁজির পর তার মা তামিমকে খুঁজে না পেয়ে অন্য শিশুদের জিজ্ঞেসা করেন। শিশুরা জানান, তামিম পানিতে গোসল করতে নেমেছে। পরবর্তীকালে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশু তামিমের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন মিন্টু।