কুষ্টিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৮ মে) আদালতের শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাতে রাজধানী থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ৩টার দিকে তিন জনকেই কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার থেকে তিন জনকে আটক করা হয়। এরপর রাতেই তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মীর রেজাউল ইসলাম। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।