সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমি মেলা-২০২৫।
বুধবার (২১ মে) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি মেলা উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) অন্তরা সরকার অদ্রি।
জেলা প্রশাসক তার লিখিত বক্তব্যে জানান, ভূমি মেলা-২০২৫ উপলক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে ব্যাপক প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি জানান, জনবান্ধব ভূমি সেবার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগ, সেবাপ্রার্থীদের প্রাপ্ত সুবিধা এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ে মেলায় আলোচনা হবে। এ ছাড়া ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের পদ্ধতি এবং সংশ্লিষ্ট ফি অনলাইনে পরিশোধ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
ডাকযোগে মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান সংগ্রহ, হটলাইন (১৬১২২)-এর কার্যকারিতা সম্পর্কেও প্রচার করা হবে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলায় সেবাপ্রার্থীদের সহায়তায় বিভিন্ন স্টল স্থাপন করা হবে। স্টলগুলোতে সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার স্থাপন থাকবে।
ভূমি মেলা উপলক্ষে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হবে:
ক) অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এর জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার।
খ) ই-নামজারির আবেদন গ্রহণ।
গ) নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান।
ঘ) অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ।
ঙ) অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা এবং এ বিষয়ে ব্যাপক প্রচার।
চ) মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি-আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ সকল সেবা জনগণকে দেয়া হবে।
ছ) সেবা গ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা মুখে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে।
জ) ভূমি মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত ভূমি সেবা সংক্রান্ত ডকুমেন্টরি প্রচার করা হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভূমিসেবা সহজীকরণ এবং অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে ব্যাপক প্রচারণা থাকবে।
আপনার মতামত লিখুন :