ঘুমন্ত ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোটভাই ও ছোটভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। হত্যার পর লাশ বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামের বাড়ির দিকে। ৯৯৯-এ কল পেয়ে ছোটভাই ও তার স্ত্রীকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
বুধবার (২১ মে) দিবাগত রাত দেড়টায় চান্দগাঁও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাহেদ (৩৫)। আটকরা হলেন- মো. জাহেদ (২৭) ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম প্রকাশ অহি (২৬)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, ‘হত্যার পর লাশ গুম করতে প্রথমে অ্যাম্বুলেন্স কল করে ছোটভাই মো. জাহেদ। মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয় বুঝতে পেরে মরদেহ পরিবহনে অনীহা জানায় অ্যাম্বুলেন্স চালক। পরে তিনি ৯৯৯-এ কল করে বিষয়টি আমাদের জানান। সঙ্গে সঙ্গে ওই বাসায় অভিযান চালাই।’
তিনি আরও বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে মরদেহ গুম করতে পালিয়ে যাচ্ছিল ভিকটিমের ছোটভাই ও তার স্ত্রী। ধাওয়া করে রাত তিনটার দিকে আমরা তাদের আটক করি। এ সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাহিদ ও তার স্ত্রী মাদকাসক্ত ছিল। মাদক সেবন করতে বাধা দিত বড় ভাই। এ ছাড়া নিজেদের ফ্লাট নিয়েও পারিবারিক কলহ ছিল।’
আপনার মতামত লিখুন :