সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাটির ঘর ভেঙে কৃষক সাইফুল ইসলামের ৭টি গরু চুরি হয়েছে। শনিবার (২৪ মে) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী কৃষক ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় ওই কৃষক মাঠ থেকে গরু এনে মাটির ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরেতে বাড়ির সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে চোরেরা কৃষক সাইফুল ইসলামের বাড়িতে যায়। তারা প্রথমে কৃষকের মাটির ঘরের তালা ভাঙার চেষ্টা করে। পরে তালা ভাঙতে ব্যর্থ হলে কৌশলে ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারপর কোদাল দিয়ে জানালাসহ ঘরের মাটির দেয়ালের অংশ ভেঙে একে একে দুধেল, বকনা, ষাড় ও বাছুর গরুসহ ৭টি গরু চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, ‘ঘুম থেকে উঠে মাটির ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি ঘরের জানালা ও দেয়াল ভাঙা, ভেতরে ঢুকে দেখি ৭টি গরু নাই। চুরি যাওয়া ৭টি গরুর আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। গরু চুরিতে আমি সর্বশান্ত হয়ে পড়েছি।’
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সঙ্গে গরু চোরদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।’
আপনার মতামত লিখুন :