জয়পুরহাটের পাঁচবিবিতে ঈদুল আজহা উপলক্ষে ১৭ টি গরু কোরবানি করে ২ হাজার গরীব-অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করেছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
রোববার (৮ জুন) বেলা ১১ টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, যুব নেতা হারুনুর রশিদ সজল, ছাত্র নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পাঁচবিবি পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২ হাজার গরীব অসহায় দরিদ্র পরিবারের মাঝে ১ কেজি করে মাংস বিতরণ করা হয়।
এ বিষয়ে ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডল বলেন, কোরবানির ঈদে যে সমস্ত পরিবার কোরবানি দিতে পারেনি, সেই পরিবারগুলোকে বাছাই করে তাদের মাংস দিয়েছি। অন্তত তারা এক সন্ধ্যা তাদের পরিবার নিয়ে মাংস-ভাত খেতে পারবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন