রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১২:৫৯ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুর-২

বিএনপিতে একাধিক, জামায়াতের একক প্রার্থী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১২:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষের মধ্যেও যেন এমন আকাঙ্ক্ষা বিরাজ করছে। এ আসনটিতে একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। অতীতে এই আসন থেকে যে দলের প্রতিনিধি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই দলই সরকার গঠন করেছে।

রাজধানীর সন্নিকটে হওয়ায় রাজনীতিতে এই আসনের গুরুত্বও অনেক বেশি। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা ও সরকারের আমলাদের জন্মস্থান এখানে। প্রায় সব সরকারের আমলে এই আসন মন্ত্রী পেয়েছে। বিএনপির সাতজন মনোনয়নপ্রত্যাশী এবং জামায়াত একক প্রার্থী চূড়ান্ত করেই জোর কদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নানা কর্মসূচি পালন করছেন। সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নিজ নিজ দলের বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।

এই আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বর্ডার গার্ড (এডিশনাল অ্যাটর্নি জেনারেল) আলহাজ অ্যাড. মো. বোরহান উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. জালাল উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত মো. নুরুল হুদার ছেলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা, জেলা বিএনপির সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারি, ড্যাব ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সহসাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মোহাম্মদ শামিম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন।

জামায়াতের একক প্রার্থী দলীয় কুমিল্লা জেলা সহকারী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুল মোবিন।

ইসলামী আন্দোলনের জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন। তবে এনসিপি ও গণঅধিকার পরিষদের কমিটি থাকলে নির্বাচনের মাঠে তাদের প্রার্থী হিসেবে কারো নাম শোনা যাচ্ছে না। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ অ্যাড. বোরহান উদ্দিন বলেন, ‘চাঁদপুর-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের সাথে মনোনয়নপ্রত্যাশীদের যোগাযোগও বেড়েছে। দল গোছানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলছে। মনোনয়ন পেতে হাইকমান্ডের সাথে লবিংও করছে। তবে দল যাকে মনোনয়ন দেবে, তাকে নিয়ে নির্বাচনের মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা।’

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী বৃহত্তম গণতান্ত্রিক দল। বর্তমান বিএনপি যেকোনো সময়ের চেয়ে গোছানো এবং শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার সঙ্গে আমাদের নির্বাচনি প্রচারের কাজও শুরু হয়ে গেছে ধরে নিতে পারেন।’

জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, ‘বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আমি ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছি। মনোনয়ন বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে কাজ করব।’ 

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে চাঁদপুর-২ আসন রয়েছে ২টি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার সংখ্যা- ৪ লাখ ৭৫ হাজার ২২৪। এর মধ্যে মতলব উত্তরে ২৮৮৬৭৬ এবং মতলব দক্ষিণে ১৮৬৫৫২ জন  ভোটার।

Shera Lather
Link copied!