মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের নেতা পলাতক সাইফুজ্জামান শেখরের সমর্থকদের হামলার শিকার হয়ে ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপি নেতা জসিম উদ্দীন বাকুর বাবা। সহযোগিতা পাচ্ছেন না কারোই। শুধু তাই নয়, মামলাও নিচ্ছে না শ্রীপুর থানা পুলিশ।
অভিযোগ রয়েছে, হামলার ঘটনায় মামলা না নিয়ে হামলাকারীর পক্ষ নিয়েছে স্থানীয় পুলিশ। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপি নেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলা নিয়ে শ্রীপুরের আওয়ামী লীগ নেতাদের বিরোধ চলছিল স্থানীয় জমির শেখের পুত্র জসিম উদ্দীন বাকুর।
তারই ধারাবাহিকতায় গত ২ জুলাই বুধবার সন্ধ্যা ৭টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও শ্রীপুর উপজেলার সোনাতুন্দি ওয়ার্ডের বিএনপি নেতা জসিম উদ্দীন ওরফে বাকু মাগুরা শ্রীপুর থানাধীন সোনাতুন্দি বাজারে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহকারে বাকুর ওপর হামলা করে।
জসিম উদ্দীন বাকুর বাবা জমির শেখ অভিযোগ করেন, ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা সাজ্জাদ মোল্যার নির্দেশে ইউনিয়ন যুবলীগের সন্ত্রাসী আজাদ মোল্যা তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে তার পুত্রকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়।
এ সময় তার পুত্র জীবন বাঁচানোর জন্য মাথা সামান্য পিছন দিকে কাঁত করলে কোপ মাথার পিছনের উপরিভাগে লাগিয়া হাড় মাংস কেটে গুরুতর জখম হয়। এ সময় জসিম উদ্দীন বাকুকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে যায়।
জমির শেখ জানান, তার ছেলের ওপর হামলার বিচারের জন্য তিনি দ্বারে দ্বারে ঘুরছেন। কারও সহযোগিতা পাচ্ছেন না। শুধু তাই নয়, মামলাও নিচ্ছে না শ্রীপুর থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :