শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।
জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি দেখার পর কনস্টেবল মাসুদ রেজা শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্ষোভ সৃষ্টি করে।
ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে জজ আদালতের সামনে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
অধ্যক্ষ জহিরুল হক বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবার নিয়ে কটূক্তি করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে ঘেরাও করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যাতে আর কেউ এমন আচরণ করতে সাহস না পায়।’
এ ঘটনায় ওসি রবিউল ইসলাম জানান, ‘অভিযোগের ভিত্তিতে কনস্টেবল মাসুদ রেজাকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ‘এ ধরনের অশোভন আচরণ পুলিশ বাহিনীর শৃঙ্খলার পরিপন্থি।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের ভেতরে যারা এ ধরনের মনোভাব পোষণ করে, তাদেরও চিহ্নিত করা হবে।’
আপনার মতামত লিখুন :