কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর একটি যৌথ দল টেকনাফ থানাধীন সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এক ঘণ্টাব্যাপী ধাওয়ার পর বোট দু’টি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ প্যাকেট ম্যারিজ ব্র্যান্ডের সিগারেট।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :