ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কালীগঙ্গায় ডুবে প্রাণ গেল বাবা-ছেলের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১১:০৩ পিএম
কুমারখালীতে কালীগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু। ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে কালীগঙ্গা নদীতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপস্থিত এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে জিহাদ (৯)।

জাহিদুল কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ে চাকরি করতেন। তার ছেলে জিহাদ স্থানীয় জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম চাকরির পাশাপাশি কৃষিকাজও করতেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান তিনি। পাট জাগানো শেষে বেলা আড়াইটার দিকে জাহিদুল ছেলেকে কাঁধে তুলে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। এ সময় হঠাৎ নদীর গভীর পানিতে পা ফসকে দুজনেই ডুবে যান।

নদীর পাড়ে থাকা স্থানীয় ফয়জুল হক বলেন, ‘আমি দেখতে পাই জাহিদুল ছেলেকে নিয়ে পানিতে হাঁটছিলেন। হঠাৎ দুজনেই ডুবে যান। সঙ্গে সঙ্গে আমি স্থানীয়দের খবর দেই।’

পরে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর প্রথমে জিহাদ ও পরে জাহিদুলের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’