শেরপুরের নালিতাবাড়ীতে কার্ডধারীদের বিক্রি করে দেওয়া টিসিবির ১৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উজেলার মরাখালি বাজার থেকে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার মরাখালি বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছিল। ইউএনও ফারজানা আক্তার ববি বাজার পরিদর্শনে গেলে পণ্য বিক্রির স্থানসংলগ্ন এক বন্ধ দোকানের সামনে খালি জায়গায় পড়ে থাকতে দেখা যায় ১৯ বস্তা চাল।
স্থানীয়রা জানান, টিসিবির প্যাকেজ কিনে অনেক কার্ডধারী তা সরাসরি বিক্রি করে দিচ্ছিলেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ক্রেতা ও বিক্রেতারা সেখান থেকে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে কেউই তাদের পরিচয় জানাতে পারেননি।
পরে ইউএনও ফারজানা চালগুলো জব্দ করেন।
ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, ‘জব্দ করা ১৯ বস্তা চালের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :