দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে শনিবার মধ্যরাত থেকে মাছধরা শুরু হবে। তিন মাস বন্ধ থাকার পর হ্রদ থেকে তুলে নেওয়া হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা।
শনিবার (২ আগস্ট) মধ্যরাত হতে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামবেন জেলেরা।
কাপ্তাই হ্রদের মৎস্য ব্যবসায়ি ও জেলেরা মাছ আহরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুত রাখা হয়েছে মাছ ধরার জাল, মাছ রাখার ড্রাম ও বরফ। মাছ ধরার ইঞ্জিন চালিত বোট গুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে।
কাপ্তাই হ্রদের ব্যবসায়ি ও জেলেরা বলছেন, শনিবার মধ্যো রাতে মাছ শিকারের জন্য তারা প্রস্তুত আছে। এবার অনেক মাছ ধরা পড়বে এমনটাই তারা আশা করছে। তবে জেলে ও ব্যবসায়িদের টার্গেট কাচকি ও চাপিলা মাছ। এবার যথা সময়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণে জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহন করেছেন সে জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়িরা।
কাপ্তাই হ্রদের মৎস্য ব্যবসায়িরা বলেন, দীর্ঘ তিন মাস ৩ দিন পরে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদের মাছ শিকার ২ আগস্ট মধ্যো রাত হতে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাছ শিকারে আমরা ব্যবসায়ি ও জেলেরা প্রস্তুত। তবে আশা করি এবার হ্রদে প্রচুর মাছ ধরা পড়বে। হ্রদে ছোট মাছেই বেশি ধরা পড়ে যেমন কাচকি,চাপিলা ও পাবদা। রাঙামাটির বাহিরে ছোট মাছের চাহিদা বেশী। আশা করি ব্যবসায়ি ও জেলেরা লাভবান হবেন। গত বছর ২ দফায় হ্রদে মাছ শিকারের উপর সময় বাড়ানো হয়েছিল। এবার হ্রদে প্রচুর পরিমানে পানি থাকায় তেমন সময় বাড়ানো হয়নি।
আপনার মতামত লিখুন :