বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৭ এএম

মাদ্রিদের চ্যালেঞ্জ সামলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৭ এএম

শেষ সময়ে ব্যবধান গড়ে দেন ভার্জিল ফন ডাইক। ছবি- সংগৃহীত

শেষ সময়ে ব্যবধান গড়ে দেন ভার্জিল ফন ডাইক। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে  আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল।

বুধবার (১৭ সেপ্টেম্বর)  রাতে অ্যানফিল্ডে  অ্যান্ডি রবার্টসনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় আতলেতিকো। কিন্তু শেষ সময়ে তাদের আশা গুঁড়িয়ে দেন ভার্জিল ফন ডাইক।

ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই দুবার জালে বল পাঠায় লিভারপুল এবং দুটি গোলেই জড়িয়ে দলটির তারকা স্ট্রাইকার সালাহর নাম। চতুর্থ মিনিটে তার নেওয়া নিচু ফ্রি কিকে আলতো এক ছোঁয়ায় বলের দিক পাল্টে দেন অ্যান্ডি রবার্টসন। জায়গায় দাঁড়িয়ে বলের জালে জড়ানো দেখেন আতলেতিকোর জার্সিতে ৫০০তম ম্যাচ খেলতে নামা ইয়ান ওবলাক।

দুই মিনিট পর দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান সালাহ। বল পায়ে কারিকুরি করে রায়ান খাফেনবেখকে বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি, এরপর ফিরতি পাস ধরে প্রতিপক্ষের তিন জনের চ্যালেঞ্জ সামলে নিচু শটে গোলটি করেন মিশরের ফরোয়ার্ড।

১৫ মিনিট পর গোল হতে পারতো আরেকটি; তবে এবার তার জোরাল কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

লিভারপুলের জার্সিতে প্রথম খেলতে নামা আলেকসান্দার ইসাকের ৪১তম মিনিটে নেওয়া শট ঠেকিয়ে দেন ওবলাক। পরের মিনিটে ডি-বক্সে দারুণ পজিশনে থেকেও ওবলাকের চ্যালেঞ্জের মুখে হতাশ করেন ফ্লোহিয়ান ভিয়েৎস।

এরপরই একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরে আতলেতিকো। জাকোমো রাসপাদোরির পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন মার্কোস ইয়োরেন্তে। এটা ছিল লক্ষ্যে তাদের দ্বিতীয় শট।

দারুণ গোছানো এক পাল্টা-আক্রমণে ৬৫তম মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়েও হতাশ হতে হয় সালাহকে। ভিয়েৎসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে তার নেওয়া শট বাধা পায় পোস্টে।

ওই ব্যর্থতা অনেক বড় হয়ে ওঠে পরে, ৮১তম মিনিটে ইয়োরেন্তের দর্শনীয় গোলে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা টানেন স্প্যানিশ মিডফিল্ডার।

পয়েন্ট হারানোর শঙ্কায় যেন মরিয়া হয়ে ওঠে লিভারপুল। টানা আক্রমণে পরপর কয়েকটি কর্নার পায় তারা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তেমনই এক কর্নারে হেডে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক ও ডাচ ডিফেন্ডার ফন ডাইক।

রূপালী বাংলাদেশ

Link copied!