মুন্সিগঞ্জের গজারিয়ায় সবজি ভর্তি একটি ট্রাকের সামনের চাকা ফেটে সড়কে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাকের চালক ও হেলপার।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় গোমতী সেতুর ঢালে কুমিল্লা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবজি ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ২১-৮২১৭) গোমতী সেতু অতিক্রম করার সময় হঠাৎ সামনের একটি চাকা বিস্ফোরিত হয়ে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি সেতুর ঢালে উল্টে যায়। দুর্ঘটনার ফলে ট্রাকে থাকা সবজি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি উল্টে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চালক ও হেলপার। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করি।
ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করে।
আপনার মতামত লিখুন :