গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ভাড়া বাসা থেকে দরজা কেটে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) পূবাইল থানাধীন হাড়ীবাড়ির টেক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম শংকর চন্দ্র বালা (৫৩)। তিনি বরিশাল নগরীর আগরপুর রোড এলাকার দয়নন্দ বালার ছেলে।
জানা যায়, শংকর চন্দ্র বালা পূবাইল এলাকার এ অ্যান্ড এ ট্রাউজার লিমিটেড কারখানার ওয়াশিং ইউনিটে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি হাড়িবাড়ির টেক এলাকায় চারতলা ভবনের একটি পকেট রুম ভাড়া নেন।
বাড়ির মালিক শাহজাহান ভুইয়ার স্ত্রী খোরশেদা পারভিন সিমা বলেন, ‘রোববার দুপুরে কারখানা থেকে কিছু কর্মী এসে দরজা বন্ধ পায় এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাদের জানায়। পরে আমরা পুলিশে খবর দিই।’
এ বিষয়ে পূবাইল থানার ওসি মো. এস এম আমিরুল ইসলাম বলেন, ‘ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আপনার মতামত লিখুন :