দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর নির্বাচনে অংশ নেয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এই খবরে তালোড়ার বিএনপির নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তালোড়া বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং দল আরও গতিশীল হবে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় আব্দুল জলিল খন্দকার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। তালোড়ায় বিএনপিকে সুসংগঠিত করে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করব।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন