সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা রিয়া দাস (৭) ও সুষমিতা দেবনাথ (৭)। রিয়া দাস উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত উত্তম দাসের মেয়ে, আর সুষমিতা দেবনাথ একই গ্রামের রাম দেবনাথের মেয়ে। উভয়েই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন।
রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে তারা দু’জনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সেখানে তাদের বসিয়ে রেখে তিনি বাড়ির জামা কাপড় নিতে যান। কিছুক্ষণ পর পুকুর পাড়ে গিয়ে দেখেন, তাদেরকে সেখানে পাওয়া যায়নি, শুধু জুতা পড়ে আছে। স্থানীয়রা পুকুরে দীর্ঘ খোঁজাখুঁজির পর দু’জনকে উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘পরিবারের অচেতনতার কারণে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন