বছর শেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই ছুটি কোনো প্রতিষ্ঠানে ১৫ দিন, আবার কোনো প্রতিষ্ঠানে ১৬ দিন পর্যন্ত স্থায়ী হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।
প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ছুটি শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। এই ছুটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিবসটি পালন করার নির্দেশনা রয়েছে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১–২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ছুটির পরই শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা অনুষ্ঠিত হবে ২৮–৩১ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশনাও রয়েছে।
সরকারি-বেসরকারি কলেজ
সরকারি ও বেসরকারি কলেজে শীতকালীন অবকাশ থাকবে ১৪–৩১ ডিসেম্বর পর্যন্ত, মোট ১৪ দিন। এর আগে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় কলেজ কার্যত দীর্ঘ বিরতিতে যাবে। কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বিজয় দিবসে প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত থেকে দিবসটি পালন করবেন।
মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। এর আগের ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় তাদের কার্যত আরও দীর্ঘ ছুটি হবে। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। পাশাপাশি, মাদরাসা শিক্ষা ব্যবস্থায় দুই স্তরে বৃত্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
বছরের শেষভাগে এসব প্রতিষ্ঠানের ছুটি শিক্ষার্থীদের জন্য দীর্ঘ বিশ্রাম নিশ্চিত করবে, আর নতুন বছরের শুরুতে পূর্ণ উদ্যমে শ্রেণিকক্ষে ফেরার সুযোগ তৈরি করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন