৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এ অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেয়া হয়। তবে ৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুইমাস সময় দেয়া হয়েছে। এ অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ তারিক হাসান বলেন, দুই মাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক। যেন সিলেবাস শেষ করে সবাই পরীক্ষা দিতে পারে।
তিনি বলেন, এটা সমাধান করার জন্য ৫ মিনিটের বেশি সময় লাগার কথা না। কমিশন যদি নিজে চায় যে তারা এই সমস্যাটা সমাধান করবে, তাহলে এটা ৫ মিনিটেই সমাধান হয়ে যাবে। তার উদাহরণ আমরা ৪৬তম বিসিএসের পরীক্ষার সময় সংশোধন করতে দেখি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন