বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল প্রাঙ্গণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এম. আর. মুরাদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। জন্মদিনে উপহার হিসেবে দেশি চাদর বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে বিতরণ করেছি এবং আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ বলেন, ‘আগামীর অনিবার্য নেতৃত্ব দেশনায়ক জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর লড়াই-সংগ্রামের বর্তমান আশা-ভরসার প্রতীক জনাব তারেক রহমান। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার বাস্তবসম্মত ও সময়োপযোগী নীতি এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে—এই কামনা করি।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাবিব, শিমুল মিয়া, সাজ্জাদ হোসেন, মাসুদ রানা মিস্টু, মেহেবুব মারুফ, আবদুল্লাহ আলিফসহ অন্যান্য নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন