স্ত্রী একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়ায় বারবার মন অশান্ত হয়ে ওঠে স্বামীর। প্রতিবন্ধী সন্তানের কথা ভেবে চুপ রয়েছেন দীর্ঘদিন। ভালো হবে এই ভেবে। কিন্তু না। হলো না ভালো। একের পর এক পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে রাত যাপন ও স্বামীর সাথে অশান্তি করে চলেছে ১৪ বছর ধরে।
সেই অশান্ত জীবন থেকে মুক্তি পেয়ে অবশেষে মন্দিরে দুধ দিয়ে গোসল করেন স্বামী।
ঘটনাটি প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ নভেম্বর) খুলনার পাইকগাছা উপজেলার পৌরসভার নবপল্লীতে।
এলাকাবাসী ও স্বামী প্রবীর সরদার জানান, ১৪ বছর আগে উপজেলার কপিলমুনির হাওলী গ্রামের নির্মল মন্ডলের মেয়ে রিংকু মন্ডলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যাওয়ার পর থেকে নানা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন রিংকু। বহুবার পরকীয়া নিয়ে সালিশ হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। স্বামী প্রবীর জানান, একমাত্র বাকপ্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ ভেবে সব সহ্য করে গেছেন। রিংকু মন্ডলের ধারাবাহিক পরকীয়া ও সন্দেহজনক কর্মকাণ্ড তার জীবনকে অসহনীয় করে তুলেছিল।
গত ১৩ অক্টোবর রিংকুকে পার্শ্ববর্তী কয়রা উপজেলার নিত্যানন্দ মন্ডলের সঙ্গে পাইকগাছায় সদরে একটি ভাড়া বাসায় ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দুজনকে আটক রেখে বিষয়টি সালিশে তোলা হয়। সমাজপতিরা তখন রিংকুকে প্রবীরের ঘর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই তিনি (প্রবীর সরদার) দুধ দিয়ে গোসল করে অশান্ত জীবনের ইতি টানলেন।
প্রতিবেশী সাধন বলেন—রিংকুর আচরণ বহুদিনের সমস্যা ছিল। প্রবীর সবসময় চেয়েছে সংসার বাঁচাতে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন