শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এটিএন বাংলা এবং এডুকেশন ওয়াচ পত্রিকা কর্তৃক আপন আলোয় উদ্ভাসিত বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার।
বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি কৃতী শিক্ষার্থী মিলনমেলা-২০২৫ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করেন এটিএন বাংলা সময়ের সাথে অনুষ্ঠান এবং এডুকেশন ওয়াচ পত্রিকা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ড. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
এটিএন বাংলা সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক এবং এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আসাদুজ্জামান, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড. আব্দুল হালিম পাটোয়ারী ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মানসুরুল হক।
নুরে আলম তালুকদার সরকারি পল্লী সন্ঞয় ব্যাংকের পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং এডুকেশন ওয়ার্ল্ড নিউজ ২৪ ডট কম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। ছাত্রজীবনে তুখোড় মেধাবী ছাত্র নুরে আলম তালুকদার কর্মজীবনে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থায় সাংবাদিকতাসহ বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নিজ উদ্যোগে রাজধানীর মিরপুরে ট্রাস্ট মডেল একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দীন আহমদ কর্তৃক বঙ্গভবনের শতবর্ষ গ্রন্থ প্রণয়ন কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে গত ৩০ বছরে প্রায় ৫ লক্ষাধিক ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানসহ শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেছেন। এছাড়া দেশের শিক্ষ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জাতীয় শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কমিশন গঠন নিয়ে জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের ভবিষ্যত প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে Moral Education Development Programme নামে একটি প্রকল্পও চালু করেছেন।
তরুণ শিক্ষা উদ্দোক্তা, শিক্ষাবিদ ও শিক্ষা সংষ্কারক, প্রিন্সিপাল নুরে আলম তালুকদার ১৯৭৫ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন