সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৫ পিএম

বোরকা পরে পার্লামেন্টে অস্ট্রেলিয়ার ডানপন্থি সিনেটর, তীব্র প্রতিক্রিয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৫ পিএম

ডানপন্থি সিনেটর পলিন হ্যানসন। ছবি- সংগৃহীত

ডানপন্থি সিনেটর পলিন হ্যানসন। ছবি- সংগৃহীত

বোরকা পরে সিনেটে হাজির হয়েছেন অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থি সিনেটর পলিন হ্যানসন। জনসমক্ষে বোরকা ও অন্যান্য পূর্ণ মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে একটি বিল পাশের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু এই বিল পাশের অনুমতি পাননি হ্যানসন। এর কিছুক্ষণ পর সিনেটে বোরকা পরে প্রতিবাদ জানান তিনি।

এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনসমক্ষে মুসলিম পোশাক নিষিদ্ধ করার জন্য নিজের রাজনৈতিক উদ্দেশ্যের অংশ হিসেবে তিনি একাজ করেছেন। এই অস্বাভাবিক কাজ করায় তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের মুসলিম সিনেটররা।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, বোরকা পরা অবস্থায় হ্যানসন হেঁটে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রবেশ করলে সিনেট ক্ষোভে ফেটে পড়ে। তিনি বোরকা খুলতে অস্বীকার করলে সিনেটের কার্যক্রম স্থগিত করা হয়।

নিউ সাউথ ওয়েলসের থেকে নির্বাচিত গ্রিন পার্টির মুসলিম সিনেটর মেহরীন ফারুকি বলেন, ‘তিনি একজন বর্ণবাদী সিনেটর, সিনেটে নির্লজ্জ বর্ণবাদ প্রদর্শন করেছন হ্যানসন।’

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য থেকে আসা স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেম্যান হ্যানসনের এই অস্বাভাবিক কাজকে ‘অসম্মানজনক’ বলে বর্ণনা করেন।

অস্ট্রেলিয়ার সিনেটে ক্ষমতাসীন মধ্য-বাম লেবার সরকারের নেতা পেনি ওং এবং বিরোধী জোটের ডেপুটি সিনেট নেতা অ্যান রাস্ট, উভয়েই হ্যানসনের ভূমিকার নিন্দা জানান।

হ্যানসন কুইন্সল্যান্ড থেকে নির্বাচিত সিনেটর। ১৯৯০ এর দশকে এশিয়া থেকে অভিবাসন এবং আশ্রয়প্রার্থীদের তীব্র বিরোধিতা করার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। দীর্ঘদিন ধরে নিজের পার্লামেন্ট ক্যারিয়ারজুড়ে তিনি ইসলামিক পোশাকের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন।

এর আগে ২০১৭ সালেও তিনি আরেকবার পার্লামেন্টে বোরকা পরে হাজির হয়েছিলেন। সেবারও দেশজুড়ে বোরকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সিনেটে তার নেতৃত্বাধীন ওয়ান ন্যাশন পার্টির চারটি আসন আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!