যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ থেকে টেনে বাইরে এনে স্কুলের দপ্তরি আব্দুস সেলিম (৪৫) এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করেছেন দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দেওয়ার জেরে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুস সেলিম বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ার খানপুর গ্রামের কেরামত আলীর ছেলে ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আব্দুস সেলিম জানান, সন্ধ্যা ৬টার দিকে তিনি নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল কুমার সাহার অফিস কক্ষে বসে ছিলেন। এ সময় দয়রামপুর গ্রামের দুর্বৃত্ত ইকবাল তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যান।
তিনি আরও জানান, এরপর ইকবালসহ আরও একজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আব্দুস সেলিমের অভিযোগ, চাঁদার টাকা না দেয়ার জেরেই দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুস সেলিমের অবস্থা গুরুতর। তার ডান হাতের বাহু ও নিতম্বে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, নারিকেলবাড়িয়ায় চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে ধরে স্কুল দপ্তরিকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন