মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৫৯ এএম

হারাতে বসেছে সোনাকান্ত পদ্ম বিলের সৌন্দর্য 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৫৯ এএম

পদ্ম ফুল। ছবি- রূপালী বাংলাদেশ

পদ্ম ফুল। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা এলাকায় অবস্থিত সোনাকান্ত বিল প্রকৃতিপ্রেমীদের কাছে এক অপূর্ব নিদর্শন। বর্ষাকালে গোলাপি রঙের পদ্ম ফুলের মাধ্যমে বিলটির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর বহু দূর-দূরান্ত থেকে আসেন পর্যটকরা। তাই স্থানীয়রা এটি ‘পদ্ম বিল’ নামে অধিক পরিচিত।

তবে এ বছর দীর্ঘদিন পানির অভাবে বিলটির এই অপরূপ সৌন্দর্য হারাতে বসেছে। সরেজমিনে দেখা গেছে, গত কয়েক বছরের তুলনায় এ বছর পদ্ম ফুলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম। ভারী বৃষ্টির ফলে বিলের কিছু অংশে মাত্র কিছু পদ্মফুল ও কলি দেখা গেলেও অধিকাংশ স্থান এখন ফাঁকা পড়ে রয়েছে। পানির অভাবের কারণে বিলটিতে জলজ পাখিদের আনাগোনা অনেক কমেছে।

বিলটির সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীরা অভিযোগ করছেন, নৌকা চলাচলের পথ না থাকার কারণে এবং পানির অভাবের কারণে তারা পদ্ম বিলের আসল রূপ উপভোগ করতে পারছেন না। পাশাপাশি ফুল না থাকার কারণে ছবিও তুলতে পারছেন না আগের মতো।

দর্শনার্থীরা আশা প্রকাশ করে জানান, বর্ষার কয়েক দিনের টানা বৃষ্টির ফলে বিলটিতে কিছু পানি জমে গেলে আবারও পদ্ম বিল আগের রূপে ফিরে আসবে। তারা চান, সারা বছর এই বিলটিতে পর্যাপ্ত পানি ও পদ্ম ফুল থাকলে দর্শনার্থীদের আগ্রহ বাড়বে এবং বিলটির সৌন্দর্য আরও নিখাত হবে।

স্থানীয়রা জানান, এই পদ্ম ফুলের গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যা সাধারণ মানুষের জন্য খুবই উপকারি হতে পারে। তাই বিলে পদ্ম ফুলের সংরক্ষণ প্রয়োজন বলে তারা মনে করছেন।

এ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সুবর্ণা ইয়াছমিন বলেন, ‘বর্ষা মৌসুমে বিভিন্ন বিলে পদ্ম ফুল দেখা যায়। পদ্ম ফুলের ঔষধি গুণাগুণ রয়েছে। কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার কমে যাওয়ায় বিলে শাপলা ও পদ্ম ফুলের সংখ্যা বেড়েছে। তবে এ বছর বর্ষার অনিয়মিত বৃষ্টি ও সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় পদ্ম ফুলের পরিমাণ কমেছে।’

Shera Lather
Link copied!