জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ধাক্কায় দ্বিলীপ কুমার (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের ভাড়াহুত নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ একই উপজেলার বৃদ্ধিগ্রামের নগেন চন্দ্রের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি অ্যাম্বুলেন্স চাঁনপাড়া থেকে রোগী নিয়ে জয়পুরহাট সদরের দিকে যাবার পথে ভাড়াহুত নামক স্থানে একই দিকে যাওয়া ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল বলেন, বিষয়টি অ্রাম্বুলেন্সের ড্রাইভার আমাকে জানিয়েছে। অ্যাম্বুলেন্স চালক রেন্টু বলেন, আশংকাজনক রোগী নিয়ে দ্রুত যাবার সময় বারবার সাইরেন বাজালেও সে রাস্তা থেকে না সরায় তাকে ওভারটেক করার সময় অ্যাম্বুলেন্সের পেছন দিকে তার ভ্যানে লাগে।
পাঁচবিবি থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন