রাজধানীর প্রগতি সরণিতে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপন কাজ। এই প্রকল্পের কারণে রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার ও কাকলী পর্যন্ত সড়কের দুই পাশে যানজটের আশঙ্কা রয়েছে।
ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন)’-এর আওতায় এই কাজ করা হচ্ছে। প্রকল্পের সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন–ই (নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পাইপলাইন স্থাপন কার্যক্রম আজ থেকে শুরু হবে।
ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার) ডিআই ও এইচডিপিই পাইপলাইন বসানো হবে।
কাজ চলাকালে রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্য পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পাশে ৩ মিটার করে দুই লেন বন্ধ থাকবে। তবে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে না, শুধু গতি কিছুটা মন্থর হতে পারে।
ঢাকা ওয়াসার পক্ষ থেকে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
এ সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ওয়াসা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীরা যৌথভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ ও চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করবে বলে জানিয়েছে সংস্থাটি।
ওয়াসার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজের সময় প্রগতি সরণিতে চলাচলরত যানবাহনগুলোকে নির্দেশিত লেন ও গতিসীমা মেনে চলতে হবে। পাইপলাইন স্থাপন কাজ চলাকালে সাময়িক অসুবিধার জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন