ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ঘুসিতে মাহাবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মাহাবুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। মাহাবুল একটি ঘর নির্মাণ করতে চাইলে আবু বক্কর বাধা দেন এবং উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আবু বক্করের ছেলে মো. জুনাইদ চাচাকে কিল-ঘুসি মারতে থাকেন। এতে মাহাবুল অচেতন হয়ে পড়েন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :