বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৪৫ এএম

সাজেকে আটকা শতাধিক পর্যটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৪৫ এএম

বাঁশের ভেলা দিয়ে লোকজন পারাপার হচ্ছেন। ছবি- সংগৃহীত

বাঁশের ভেলা দিয়ে লোকজন পারাপার হচ্ছেন। ছবি- সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালং এলাকায় সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে গেছে।

ফলে সাজেক ভ্যালির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে সাজেকে অবস্থানরত শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে কিছু পর্যটককে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

বিশেষ করে যেসব পর্যটক মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা কিছুটা কষ্ট করে ফিরে যেতে পারছেন। কিন্তু ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে, কারণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘মঙ্গলবার মাচালং বাজারসংলগ্ন সড়কের ওপর ৫ থেকে ৬ ফুট পানি উঠেছিল। বর্তমানে পানি কিছুটা কমলেও যান চলাচলের উপযোগী হয়নি। আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়কটিও পানিতে তলিয়ে গেছে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘গতকাল মাচালং এলাকায় সড়ক পানির নিচে চলে গিয়েছিল, আজ আবার বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আটকে পড়া পর্যটকদের যাতে কোনো ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য সাজেকের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

পরিস্থিতি স্বাভাবিক হতে আবহাওয়ার উন্নতির ওপর নির্ভর করছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

Shera Lather
Link copied!