ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

হাজতখানায় শিশু কোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০১:০৭ পিএম
ছবি- সংগৃহীত

হবিগঞ্জ আদালতের হাজতখানায় শিশুসন্তানকে কোলে নিয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির হোসেনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনার জেরে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে জেলা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এ নির্দেশ দেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক জানান, ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই সবুজ চন্দ্র ও কনস্টেবল উজ্জ্বল মিয়া।

তিনি জানান, সোমবার (৪ আগস্ট) হাজিরার জন্য কারাগার থেকে জাকির হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় তার স্ত্রী সদ্যজাত সন্তানসহ আদালতে আসেন। জাকির হোসেন পুলিশ সদস্যদের অনুরোধ করেন সন্তানকে এক মুহূর্ত কোলে নেওয়ার জন্য। পরে পুলিশ অনুমতি দিলে তিনি সন্তানকে কোলে নেন। ওই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

ছবিটি ভাইরাল হওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা গত ১৫ জানুয়ারি হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত নেতা জাকির হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।