মিসরের উত্তরাঞ্চলীয় গার্বিয়া গভর্নরেটে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গার্বিয়ার এল-ইয়ামানি এলাকায় শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
সংবাদমাধ্যম ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি সেবা হিসেবে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ২৬টি আধুনিক চিকিৎসা-সজ্জিত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ওই কারখানায় অগ্নিকাণ্ডের পর আহত ৩৫ জনকে অ্যাম্বুলেন্সে করে এল-মাহাল্লা পাবলিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বিশেষায়িত চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ঘটনাস্থলে এখনো ১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া যায়। মাঠপর্যায় ও কেন্দ্রীয় পর্যায়ের টিম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে আহত বা নিহতদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।