নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক ভিন্ন ঘটনার মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ভাষণ শুরু করতেই অধিবেশনের কক্ষ ত্যাগ করেন বহু কূটনীতিক। ফলে মুহূর্তেই অনেকটা ফাঁকা হয়ে যায় কক্ষ।
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মধ্যেই এমন ঘটনা ঘটল। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভাষণের শুরুতেই নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সাফল্য তুলে ধরেন। তবে এর মধ্যেই কক্ষ ত্যাগ করে বের হন বহু প্রতিনিধি।
ভাষণে নেতানিয়াহু বলেন, ‘গত এক বছরে আমরা হুতিদের ওপর হামলা চালিয়েছি, যার মধ্যে গতকালের অভিযানও রয়েছে। আমরা হামাসের সন্ত্রাসী কাঠামোর মূল অংশ ধ্বংস করেছি। হিজবুল্লাহকে পঙ্গু করেছি। তাদের অধিকাংশ নেতা ও বিপুল অস্ত্রভান্ডার ধ্বংস করেছি।’
তবে ইসরায়েলি প্রতিনিধি দলের সদস্যরা করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানান। নেতানিয়াহু উল্লেখ করেন, ইসরায়েলের অভিযানে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের বহন করা শত শত পেজার বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়, যাদের মধ্যে কিছু শিশুও ছিল। এছাড়া প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছিল বলে জানিয়েছিল লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ।