বাগেরহাটে চুরি হওয়া একটি নীল রঙের ইসুজু (ISUZU) ব্র্যান্ডের পিকআপভ্যান ও আনুমানিক ছয় লাখ টাকার মালামালসহ একজন চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদর থানার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযানটি পরিচালিত হয় বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফের দিকনির্দেশনায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিক্সার পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন খুলনা-ঢাকা মহাসড়কের পাশ থেকে চোরাই পিকআপটি উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়নন্দা এলাকার বাসিন্দা মামুন মিয়ার ছেলে মো. আলিফ হাসান তাসিনকে।
এ ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুযায়ী চুরি ও ডাকাতি দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :