ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:২৭ পিএম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সমাজ, বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশ নেন। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাংবাদিক নেতারা বলেন, দেশের গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যাকাণ্ড ও হয়রানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার ও শাস্তি না হলে দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের পথে যাবে।

আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রাজবাড়ী: রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে রাজবাড়ী প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা সাংবাদিক হত্যার ঘটনা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার না করলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন তারা।

কুষ্টিয়া: কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক নেতারা দ্রুত বিচার ও হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

মাদারীপুর (কালকিনি ও ডাসার): কালকিনি ও ডাসার উপজেলার সাংবাদিকদের উদ্যোগে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সাংবাদিক নেতারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে বক্তব্য দেন।

নড়াইল: নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নড়াইলের বিভিন্ন সাংবাদিক ও মিডিয়া সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ণসহ দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

বরগুনা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সাংবাদিকরা হত্যাকাণ্ড ও হামলার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি সাংবাদিক নির্যাতন রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ (সোনারগাঁ): সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।