এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর এবার তাদের সামনে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। আগামীকাল, রবিবার 'এইচ' গ্রুপের এই শেষ ম্যাচে ড্র করতে পারলেই বাংলাদেশের সামনে খুলে যাবে মূল পর্বের দরজা।
প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। এই দুই জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়াও তাদের প্রথম দুই ম্যাচে একই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। তবে ফিফা র্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে ১০ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া অনেক এগিয়ে।
এই কঠিন চ্যালেঞ্জের আগে বাংলাদেশের মেয়েরা অবশ্য বেশ নির্ভার। ম্যাচের আগের দিন তারা কোনো অনুশীলন করেনি, বরং রিকভারি সেশন ও বিশ্রামে কাটিয়েছে।
দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জানান, ছোটখাটো ইনজুরি কাটিয়ে দলের সবাই এখন পুরোপুরি ফিট।
প্রধান কোচ পিটার বাটলার দক্ষিণ কোরিয়াকে সমীহ করলেও সহকারী কোচ অনন্যা আরও একবার ভালো খেলে দেশের জন্য জয়ের হাসি নিয়ে ফিরতে চান।
যদি তারা এই ম্যাচে ড্রও করতে পারে, তবে তারাই টিকিট পাবে মূল পর্বের।