ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নেদারল্যান্ডসে বিনামূল্যে পড়াশোনার সুযোগ, আবেদন করুন এখনই

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৮:০৬ পিএম
ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডায় শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’- এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোর সুযোগ পাবেন। বাংলাদেশসহ আরও ৬৮ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিনামূল্যে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে জেনে নিন খুঁটিনাটি-

সুযোগ-সুবিধা-

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*ভ্রমণ খরচ দেবে;

*জীবিকা নির্বাহের খরচ দেবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*বই কেনার খরচ বহন করা হবে;

আবেদনের যোগ্যতা-

*প্রার্থীদের চমৎকার অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;

*পুরো প্রোগ্রাম শেষ করার মানসিকতা থাকতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আবেদন পদ্ধতি-

অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর ২০২৫।