ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

জাবিতে ছাত্রদলের ৬ জনের কমিটির ৩ জনই ছাত্রলীগ কর্মী

জাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৭:৩৮ পিএম
ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১নং হল ছাত্রদলের ৬ সদস্যের কমিটির ৩ জনই সাবেক ছাত্রলীগ কর্মী। তারা হলেন- সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, সহ-সভাপতি সাইদুর রহমান সীমান্ত এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান নাজিজ।

শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত ২১নং হল ছাত্রদলের কমিটিতে তাদের নাম ঘোষণা করা হয়। ফিরোজ আহমেদ রিমন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫০ ব্যাচের ছাত্র, সাইদুর রহমান সীমান্ত তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫০ ব্যাচের ছাত্র এবং ইমরান নাজিজ পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের ছাত্র।

সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন ২১নং হলের ছাত্রলীগের ব্লকে থাকতেন এবং সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ছাত্রলীগের মিছিল ও সভায় অংশ নিতেন। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার প্রমাণস্বরূপ ছবি ও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে।

সহ-সভাপতি সাইদুর রহমান সীমান্ত গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং থাকতেন ছাত্রলীগের দখলকৃত ব্লকে। জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগের পক্ষে অবস্থান নেওয়ায় এবং তা প্রমাণিত হওয়ায় ২১নং হলের ৫০ ব্যাচের পক্ষ থেকে তাকে আজীবনের জন্য বয়কট করা হয়। বর্তমানে হলে অবস্থান করলেও সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি ক্ষুব্ধ।

অন্যদিকে, গত বছরের ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে এক সিন্ডিকেট সভায় ছিনতাইয়ের অভিযোগে ইমরান নাজিজকে ৯ মাসের জন্য বহিষ্কার করা হয়। তার আগে, একই বছরের ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা চার বহিরাগত শিক্ষার্থীকে আটকে রেখে ২০ হাজার টাকা দাবি এবং পরে ১০ হাজার টাকা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সে সময়ও তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

এ বিষয়ে ছাত্রদল জাবি শাখার সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘আমরা বিষয়টি আগে জানতাম না। তবে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত হয়েছি এবং প্রমাণ সংগ্রহ করছি। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।’